বরিশালে ৭ দিনব্যাপী আয়কর মেলায় প্রায় ৬ হাজার নতুন করদাতা রিটার্ন জমা দিয়েছেন। এই সময়ে আয়কর আদায় হয়েছে প্রায় ৬ কোটি টাকা, যা এবারের লক্ষ্যমাত্রার চেয়ে এককোটি বেশি। সোমবার শেষদিন মেলায় ছিলো উপচে পড়া ভীড়। এদিনও আয়কর রিটার্ন জমা দিয়েছেন দেড় হাজার নতুন করদাতা।
সোমবার বিকেলে এক সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে সপ্তাহব্যাপী আয়কর মেলা শেষ হয়। নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলে বরিশাল কর অঞ্চলের কমিশনার মো. জাহিদ হাসানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা কাস্টমস এন্ড ভ্যাট এক্সাইজের কমিশনার কেএম অহিদুল আলম। বিশেষ অতিথি ছিলেন সোনালী ব্যাংকের জিএম শেখ শাহ আলী মোসাদ্দেক, বরিশাল কর অঞ্চলের অতিরিক্ত কমিশনার মো. আশরাফুজ্জামান এবং খুলনা কাস্টমস এন্ড ভ্যাট এক্সাইজের যুগ্ম কমিশনার কাজী ফরিদউদ্দিন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ