চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানাধীন পূর্ব শহীদ নগর এলাকা থেকে ৫০ হাজার টাকার জাল নোটসহ জাহাঙ্গীর নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছেন পুলিশ। জাহাঙ্গীর ফটিকছড়ির রাঙ্গামাটিয়ার মৃত নুরুল ইসলামের ছেলে।
সোমবার সন্ধ্যায় বায়েজিদ থানার উপ-পরিদর্শক আব্দুর রবের নেতৃত্বে দায়িত্বপালনকারী একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে বলে জানান বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন।
তিনি বলেন, বিভিন্নজনের মাধ্যমে বাজারে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে ফটিকছড়ি উপজেলা থেকে নগরীতে ওই জাল টাকার নোটগুলো আনছিল জাহাঙ্গীর। এ সময় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে এর আগে ফটিকছড়ি থানায় একটি হত্যা মামলা ও হাটহাজারী থানায় একটি ডাকাতি মামলা রয়েছে। জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। এই জাল টাকার উৎস এবং এর সঙ্গে অন্যান্য জড়িতদের খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে বলে তিনি জানান।
বিডি-প্রতিদিন/ ০৭ নভেম্বর ২০১৬/ সালাহ উদ্দীন