প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। সোমবার (০৭ নভেম্বর) বিকেলে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির কার্যালয়ে সাক্ষাত করেন তিনি।
সাক্ষাত শেষে মেয়র সাংবাদিকদের বলেন, সিটি কর্পোরেশন উচ্ছেদ অভিযান পরিচালনা করছে। কিন্তু বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠান এ উচ্ছেদ কার্যক্রমের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করছেন। এতে উচ্ছেদ কার্যক্রম ব্যহত হচ্ছে। এ বিষয়টিই প্রধান বিচারপতির নজরে এনেছি।
তিনি বলেন, উচ্ছেদ বিষয়ে যেসব মামলা হয়, তা দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ উদ্যোগ নেওয়ার বিষয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেছি।
বিডি-প্রতিদিন/এস আহমেদ