রাজধানীর ডেমরা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. হাসিদ মিয়া (৩০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে। হাসিদ মিয়া কিশোরগঞ্জ জেলার ভৈরব বাঘাই কান্দী গ্রামের আলী হোসেনের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে মোবাইল ফোনে চার্জ দিতে গেলে হাদিস বিদ্যুৎস্পৃষ্ট হন। এরপর তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক ঢামেক হাসপাতালে স্থানান্তর করার পরামর্শ দেন। রাত ২টার দিকে ঢামেক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/০৮ নভেম্বর ২০১৬/হিমেল-১৫