বিএনপি আগামী ১৩ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সমাবেশের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করবে। আজ দুপুরে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, আমরা ১৩ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি চাইব। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। তাই নিয়ম মেনে আবার সরকারের কাছে অনুমতি চাইছি। আশা করছি, সরকারের শুভবুদ্ধির উদয় হবে। অনুমতি না পাওয়া পর্যন্ত আবেদন করতেই থাকব। এরপরও অনুমতি না পেলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।
জানা যায়, গত ৭ নভেম্বর 'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে ৮ নভেম্বর সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করেছিল বিএনপি। কিন্তু সোহরাওয়ার্দীতে অনুমতি না পেয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি চাইলেও তা পায়নি।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, আতাউর রহমান ঢালী, হাবিবুর রহমান হাবিব, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
এদিকে দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়াস ইন্সটিটিউশনে ২৭টি শর্ত সাপেক্ষে বিএনপিকে জনসভা করার অনুমতি দেয় ডিএমপি। কিন্তু দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দলের মহাসচিব ১৩ নভেম্বরের যে ঘোষণা দিয়েছেন, সে তারিখ অনুযায়ী আমরা সমাবেশ করব।
বিডি প্রতিদিন/এ মজুমদার