রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলায় আটজনকে অভিযুক্ত করে দাখিল করা অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। মঙ্গলবার দুপুরে মামলার ধার্যকৃত দিনে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক জাহিদুল ইসলাম তা গ্রহণ করেন। ফলে শিগগিরই বহুল আলোচিত এই মামলার বিচার কার্য শুরু হতে যাচ্ছে। রাজশাহী কোর্ট পুলিশ পরিদর্শক আবুল হাশেম এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত রবিবার দুপুরে আট জেএমবি সদস্যকে অভিযুক্ত করে ড. রেজাউল হত্যা মামলার অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকতা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক রেজাউস সাদিক।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. রেজাউল করিম সিদ্দিকী হত্যামামলায় অভিযুক্তদের মধ্যে জেএমবি সদস্য খাইরুল ইসলাম বাধন, নজরুল ওরফে বাইক হাসান ও ওসমান আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযানে নিহত হয়েছে। বাকি পাঁচজনের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র শরিফুল ইসলাম পলাতক আছে। অপর আসামি মাসকাওয়াত আবদুল্লাহ, রিপন, আবদুস সাত্তার ও রহমতুল্লাহ কারাগারে আছে।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম জানান, দেশব্যাপী ব্লগার, মুক্তমনা, প্রগতিশীল ব্যক্তিদের টার্গেট কিলিংয়ের অংশ হিসেবে অধ্যাপক রেজাউল করিমকে হত্যা করে জঙ্গিরা। মামলার তদন্তে এ তথ্য পাওয়া গেছে। গ্রেফতারের পর চারজন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে শিক্ষক রেজাউল হত্যার দায়ও স্বীকার করেছে। তাদের দেওয়া তথ্য ও তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে ৮ জনকে এ ঘটনার সঙ্গে অভিযুক্ত করা হয়েছে। আর পলাতক শরিফুলকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
উল্লেখ্য, গত ২৩ এপ্রিল সকালে রাজশাহী মহানগরীর শালবাগান এলাকায় নিজ বাসার অদূরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এএফএম রেজাউল করিম সিদ্দিকীকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহত শিক্ষকের ছেলে রিয়াসাত ইমতিয়াজ সৌরভ বাদী হয়ে ওই দিনই বোয়ালিয়া থানায় মামলা করেন।
বিডি প্রতিদিন/০৮ নভেম্বর ২০১৬/হিমেল-০৬