রাজধানীর কাফরুলের উত্তর ইব্রাহীমপুরে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত গৃহবধূর ফারজানা আকতার (২৫)। ফারজানার স্বামীর নাম মো. মাসুম (৩০)। তাদের তিন বছর বয়সী একটা ছেলে রয়েছে।
মঙ্গলবার রাতে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার মোহাম্মাদ শামীম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, "উত্তর ইব্রাহীমপুরের মুন্সীবাড়ি সড়কের ৪০৫/১ নম্বর বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় গৃহবধূ ফারজানার মরদেহ উদ্ধার করা হয়েছে।"
তিনি আরও বলেন, "তবে এটা আত্মহত্যা না খুন সে বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তর জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।"
বিডি-প্রতিদিন/৯ নভেম্বর, ২০১৬/তাফসীর-৮