কুষ্টিয়া সরকারি কলেজের ইসলামিক স্ট্যাডিজ বিভাগের চেয়ারম্যান মো. আলী ইশা (৫২) ও তার স্ত্রী সামসুননাহারকে (৪৫) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে শহরের হাউজিং এলাকার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে ৪/৫ জন দুর্বৃত্ত ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় দুর্বৃত্তরা আলী ইশাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারি কুপিয়ে জখম করে। তার স্ত্রী সামসুননাহার বাধা দিতে গেলে দুর্বৃত্তরা তাকেও কুপিয়ে জখম করে। পরে তাদের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন চৌধুরী জানান, ঘটনার কারণ এখনও জানা যায়নি। দুর্বৃত্তদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
বিডি প্রতিদিন/৯ নভেম্বর ২০১৬/হিমেল