রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে টহলরত পুলিশকে লক্ষ্য করে এসিড নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে রফিকুল আলম (৪৮) নামের এক পুলিশ সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। আহত রফিকুল আলমকে রাতেই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, রাত ১২টার দিকে টহলরত পুলিশের একটি দল রাজধানীর বংশাল থানাধীন মিটফোর্ড হাসপাতালের সামনে একটি মোটরসাইকেলকে দাঁড় করায়। এ সময় পুলিশকে লক্ষ্য করে এসিড নিক্ষেপ করে পালিয়ে যায় মোটরসাইকেল আরোহীরা। এতে কনস্টেবল রফিকুল আলম আহত হন। বংশাল থানার এসআই আবদুর রউফ তাকে হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন তিনি।
হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া বলেন, এ ঘটনায় ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে। তবে তার নাম-পরিচয় জানা যায়নি।
বিডি প্রতিদিন/০১ ফেব্রুয়ারি ২০১৭/হিমেল