চট্টগ্রামে সাবেক ত্রাণ কর্মকর্তাসহ দু’জনকে ত্রাণের টিন আত্মসাতের দায়ে ছয়টি মামলায় সাত বছর করে মোট ৪২ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। দন্ডিতরা হলেন, চট্টগ্রামের প্রাক্তন ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা বিপ্লব কুমার শর্মা এবং হালিশহর ত্রাণ গুদামের সহকারী জয়নাল আবেদিন।
বুধবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মীর রুহুল আমিন এ রায় দেন। ১৯৮৮ সালের বন্যার পর বিভিন্ন দেশ থেকে আসা ত্রাণের টিন আত্মসাতের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা হয়েছিল। দণ্ডিত দু’জনই এখন পলাতক।
বিভাগীয় বিশেষ জজ আদালতের পিপি অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন চৌধুরী বলেন, ছয়টি পৃথক মামলায় দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় সাত বছর করে দু’জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। ত্রাণের টিন আত্মসাতের দায়ে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোর পরিদর্শক নূরুল ইসলাম ১৯৮৮ সালে নগরীর পাহাড়তলী থানায় এ মামলা দায়ের করেছিলেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ