বরিশাল নগরীর আবাসিক চিল নামক হোটেলে অভিযান চালিয়ে দুই খদ্দের ও সাত যৌনকর্মীসহ হোটেল ম্যানেজারকে আটক করেছে পুলিশ।
পুলিশের ই-মেইল বার্তায় জানানো হয়, নগরীর আবাসিক হোটেল চিলে অসামাজিক কার্যকলাপের চলছে এমন তথ্যের ভিত্তিতে রাতে হোটেলটিতে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। এসময় দলের উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন নেতৃত্বে সেখান থেকে দুই খদ্দের ও সাত যৌনকর্মীসহ হোটেল ম্যানেজারকে আটক করা হয়।
আটকরা হলেন- ম্যানেজার মো. সুমন হাওলাদার (২৯), খদ্দের মো. শামীম বেপারী (৩৫), আব্দুল হক নেমান (২৫), শীলা (২৩), সুমি আক্তার (২৫), আশা বেগম, রিয়া বেগম (৩৫), রাবেয়া (১৯) ও কাজল বেগম (২০)।
এই ঘটনায় কোতয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে বরিশাল মেট্রোপলিটন ডিবি কার্যালয় থেকে জানা গেছে।