চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মো. ফাহিম খালেদ নামে এক শিবির কর্মীকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। ফাহিম বিশ্ববিদ্যালয়ের বায়োকেমেস্ট্রি বিভাগের ২০১২-১৩ সেশনের শিক্ষার্থী।
সোমাবার দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের মউর দোকানের সামনে থেকে তাকে আটক করে ছাত্রলীগ পুলিশের হাতে তুলে দেন বলে জানান বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোকাদ্দেস মিয়া।
তিনি বলেন, প্রশাসনের জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। তবে বিষয়টি খতিয়ে দেখছেন বলে জানান বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর লিটন মিত্র।
ছাত্রলীগের সহ-সভাপতি ফেরদৌস ফুয়াদ বলেন, ফাহিম একসময়ে শিবিরের হয়ে ছাত্রলীগের বিরুদ্ধে মারামারি করত। তার মোবাইল ফোন চেক করে শিবিরের চাঁদার রশিদসহ বিভিন্ন ডকুমেন্ট পাওয়া গেছে বলে দাবি করেন তিনি।