সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরীর গাড়িতে হামলা ও হত্যার চেষ্টার অভিযোগে মহানগর শ্রমিকলীগের যুগ্ম আহ্বায়ক মো. জাকারিয়াকে দল থেকে সাময়িক বহিস্কার করা হয়েছে।
বুধবার মহানগর শ্রমিকলীগের এক জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী তাকে বহিস্কার করা হয়। মহানগর শ্রমিকলীগের আহ্বায়ক এজাজুল হক এজাজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিস্কারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এর আগে একই অভিযোগে জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি আবু সরকারসহ ২০ জন শ্রমিক নেতাকে বহিস্কার করা হয়।
বিজ্ঞপ্তিতে এজাজ উল্লেখ করেন, সংগঠন বিরোধী কার্যকলাপের অভিযোগে এবং বিভিন্ন সময় দল বিরোধী কর্মকান্ডে লিপ্ত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় মহানগর শ্রমিকলীগের এক জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী জাকারিয়াকে সাময়িক বহিস্কার করা হয়েছে।
তবে নাম প্রকাশ না করার শর্তে দলের একাধিক সূত্র নিশ্চিত করেছে, শফিক চৌধুরীর গাড়িতে হামলার ঘটনায় যেসব শ্রমিক নেতার ইন্ধন রয়েছে তার মধ্যে জাকারিয়াও ছিলেন। তার সংশ্লিষ্টতার বিষয়ে নিশ্চিত হয়ে দল থেকে তাকে বহিস্কার করা হয়েছে।
বিডি প্রতিদিন/২২ ফেব্রুয়ারি ২০১৭/হিমেল