শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘদিন অনুপস্থিত থাকা শিক্ষার্থীদের ওপর নজরদারি বাড়াতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে। আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকের পর বৃহস্পতিবার কমিটির সভাপতি শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এ তথ্য জানান।
তিনি বলেন, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে অনুপস্থিত থাকা শিক্ষার্থীদের ওপর নজরদারি বাড়াতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে।
আমির হোসেন আমু আরও বলেন, জঙ্গিবাদ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথেষ্ট সফলতা অর্জন করেছে। এ বিষয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
বিডি প্রতিদিন/২৩ ফেব্রুয়ারি, ২০১৭/ফারজানা