বরিশাল নগরের চৌমাথা এলাকায় ট্রাকের সঙ্গে একটি মাহিন্দ্রার (থ্রি হুইলার) সংঘর্ষে রুমা বেগম(২৭) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।
সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত রুমা বেগম পটুয়াখালীর বাউফল উপজেলার রামনগর এলাকার লিটনের স্ত্রী। তবে আহতের নাম-পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশাল নগরের চৌমাথা এলাকায় মাটি বহনকারী একটি ট্রাকের সঙ্গে একটি মাহিন্দ্রার (থ্রি হুইলার) সংঘর্ষ হয়। এসময় মাহিন্দ্রতে থাকা ২ জন গুরুতর আহত হন।
তাদের উদ্ধার করে বরিশাল-শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে রুমাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। আহত অপরজনকে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম।
বিডি-প্রতিদিন/২৭ ফেব্রুয়ারি, ২০১৭/মাহবুব