গাজীপুরের টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে আনুমানিক ৪০ বছর বয়সের অজ্ঞাত পরিচয় এক নারীর মৃত্যু হয়েছে।
সোমবার সকালে টঙ্গী রেলস্টেশনের আউটার সিগন্যালের উত্তর পাশে এ ঘটনা ঘটে বলে জানান টঙ্গী রেলস্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো. সাইফুল ইসলাম।
তিনি বলেন, সকালে টঙ্গী রেলস্টেশনের আউটার সিগন্যালের উত্তর পাশে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই ওই নারী মারা যান। পরে সকাল ৮টার দিকে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায় রেলওয়ে পুলিশ।
ওই নারীর পরনের গোলাপি রংয়ের মেক্সি রয়েছে। তার পোশাক ও মাথার চুল ছোট দেখে ধারণা করা হচ্ছে ওই নারী মানসিক প্রতিবন্ধী। তবে তার পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
বিডি-প্রতিদিন/২৭ ফেব্রুয়ারি, ২০১৭/মাহবুব