কুমিল্লা সিটি করপোরেশেন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আঞ্জুম সুলতানা সীমাকে শুধু দোয়া দিয়েছেন বলে সীমা দাবি করেছেন।
সোমবার সন্ধ্যায় কুমিল্লা নগরীর টাউন হলে সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের সাথে দেখা করার পর তিনি সাংবাদিকদের নিকট এ মন্তব্য করেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী আমাকে নৌকা দিয়েছেন, আমি বাহার চাচার দোয়া নিতে এসেছি। তিনি বলেছেন, দোয়া ছাড়া আমাকে আর কিছু দিতে পারবেন না।
পরে এমপি বাহার সাংবাদিকদের বলেন, নির্বাচন বিধি অনুযায়ী আমি প্রচারণা চালাতে পারবো না। এজন্য বলেছি আমি তাকে দোয়া করেছি। সে যেন বিজয়ী হয়। তিনি আরো বলেন, তাদের সব সময় মনোনয়ন ভাগ্য ভালো।
উল্লেখ্য, অধ্যক্ষ আফজল খান ও এমপি বাহার কুমিল্লার আওয়ামী লীগে দীর্ঘদিনের বিবদমান দুইটি গ্রুপ।