গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে আজ মঙ্গলবার ভোর ৬টা থেকে ঢাকা মহানগরীতে গণতান্ত্রিক বাম মোর্চা ও সিপিবি-বাসদ-এর অর্ধদিবস হরতাল চলছে। হরতালের সমর্থনে সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল করছে বাম দলগুলো।
রাজধানীর পুরানা পল্টন এলাকা ঘুরে দেখা যায়, মঙ্গলবার সকাল ৬টা থেকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), গণসংহতি, বাংলাদেশ সমাজতাস্ত্রিক দল (বাসদ), সমাজতান্ত্রিক ফন্টসহ অন্যান্য বাম দলগুলো বিচ্ছিন্নভাবে হরতাল সমর্থনে মিছিল বের করে এবং রাস্তায় ইট ফেলে পিকেটিং করে।
বিডি প্রতিদিন/২৮ ফেব্রুয়ারি ২০১৭/এনায়েত করিম