রাজধানীর রামপুরায় কর কমিশনার আবু তাহের হত্যা মামলায় পাঁচজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক আবদুর রহমান সরদার এই দণ্ডাদেশ দেন।
মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত পাঁচজন হলেন- গাড়িচালক মো. নাসির, তার চার সহযোগী রাসেল তালুকদার, মো. রুস্তম, মো. আমির হোসেন ও সোহেল রানা। আসামিদের মধ্যে রুস্তম পলাতক আছেন।
বিচারক আরও চার আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেন। তারা হলেন- নূর আলম, মাসুদ মিয়া, সেলিনা ও নূরজাহান।
২০১৫ সালের ২ মার্চ রামপুরা থানাধীন ৩৪৭ টিভি রোডের বাসায় রাত ১২টার দিকে ডাকাতি করতে গিয়ে কর কমিশনার আবু তাদেরকে হত্যা করা হয়। অন্যদের জিম্মি করে সব লুটপাট করে নিয়ে যায় ডাকাতরা।
বিডি প্রতিদিন/৮ মার্চ ২০১৭/এনায়েত করিম