রাজধানীর উত্তরায় স্কুলছাত্র আদনান কবীর হত্যায় জড়িত থাকার অভিযোগে আরও রাজন মোহাম্মদ হৃদয়, শাকিল সরকার ও ফখরুল ইসলাম শ্রাবণ নামের তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার রাতে টঙ্গী এলাকা থেকে ওই তিন তরুণকে গ্রেফতার করা হয় বলে জানান উত্তরা পশ্চিম থানার ওসি মো. আলী হোসেন। বৃহস্পতিবার তাদের আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে বলে পুলিশ জানিয়েছে।
উত্তরার একটি কলেজের অষ্টম শ্রেণির ছাত্র আদনান গত ৬ জানুয়ারি সন্ধ্যায় খুন হন। এ ঘটনার পর আদনানের বাবা মো. কবির হোসেন উত্তরা পশ্চিম থানায় নয়জনের নাম উল্লেখ করার পাশাপাশি অজ্ঞাতপরিচয় আরও ১০/১২ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় এর আগে আরও দশজনকে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। তাদের মধ্যে কয়েকজন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিও দিয়েছে।
বিডি-প্রতিদিন/০৮ মার্চ, ২০১৭/মাহবুব