চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে হৃদরোগে আক্রান্ত হয়ে মমতাজ আলী (৪৮) নামে এক হাজতীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মমতাজ সীতাকুণ্ডের মো. ইদ্রিসের সন্তান। তিনি ফার্ণিচার ব্যবসায়ী ছিলেন।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল কবির চৌধুরী বলেন, নিহত হাজতী চেক প্রতারণার মামলায় গ্রেফতার হয়ে গত জানুয়ারিতে কারাগারে যান।
বিডি প্রতিদিন/এ মজুমদার