রাজধানীর শাহবাগ এলাকায় আজ দুপুর দেড়টার দিকে সড়ক দুর্ঘটনায় সাজেদিস সালেহীন শুভ (১৯) নামে এক শিক্ষার্থী মারা গেছেন। নিহত শুভ ধানমন্ডির ব্রিটিশ কাউন্সিলের এ-লেভেলের ছাত্র। তারা খিলগাঁও দক্ষিণ গোড়ান এলাকায় থাকেন। দুর্ঘটনার পরে বাসসহ চালককে আটক করা হয়েছে।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) দেবরাজ চক্রবর্তী জানান, দুপুরে শাহবাগ এলাকায় একটি চলন্ত বাসে উঠতে গেলে পা ফসকে পড়ে যান শুভ। এতে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগ নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার