পলাতক থেকে পত্রিকা সম্পাদনার মাধ্যমে প্রতারণার দায়ে সিলেটের বিতর্কিত ব্যবসায়ী ও দৈনিক সিলেটের ডাকের প্রকাশক রাগীব আলী ও তার ছেলে ওই পত্রিকার সম্পাদক আবদুল হাইকে একবছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। এছাড়া ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের দণ্ডের আদেশ দেন আদালত। বৃহস্পতিবার দুপুরে সিলেট মূখ্য মহানগর হাকিম আদালতের বিচারক সাইফুজ্জামান হিরো এ রায় ঘোষণা করেন।
এর আগে তারাপুর চা বাগান জালিয়াতি মামলায় ছেলেসহ রাগীব আলীর ১৪ বছরের কারাদন্ড হয়। বর্তমানে দু’জনই কারাগারে রয়েছেন।
ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে হাজার কোটি টাকার সম্পদ আত্মসাতের অভিযোগে দায়েরকৃত মামলায় গেল বছরের ১০ আগস্ট রাগীব আলী ও তার ছেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। ওইদিনই তারা ভারত পালিয়ে যান। পলাতক অবস্থায় পত্রিকা প্রকাশ ও সম্পাদনা করে পাঠকের সাথে প্রতারণা করেছেন এমন অভিযোগ এনে গত বছরের ৮ সেপ্টেম্বর আদালতে মামলা করেন নগরীর উপশহরের বাসিন্দা গিয়াস উদ্দিন তালুকদার। ৬ মার্চ যুক্তিতর্ক উপস্থাপন শেষে আজ আদালতের বিচারক মামলার রায় ঘোষণা করেন।
মামলার রায়ে সন্তোষ প্রকাশ করে ন্যায় বিচার প্রাপ্তির কথা বলেছেন মামলার বাদী গিয়াস উদ্দিন তালুকদার।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ও সিলেট মূখ্য মহানগর হাকিম আদালতের পিপি মাহফুজুর রহমানও মামলার রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, এই রায়ের মাধ্যমে প্রমাণ হয়েছে অপরাধী যতোই প্রভাবশালী হোক না কেন আইনের কাছে তার পার পাওয়ার সুযোগ নেই।
বিডি-প্রতিদিন/এস আহমেদ