টেণ্ডার বাক্স ছিনতাই প্রতিরোধ না করায় চন্দনাইশ থানার তিন উপ-পরিদর্শককে (এসআই) প্রত্যাহার করে পুলিশ লাইনে ক্লোজ হয়েছে।
তিন উপ পরিদর্শক হলেন, রাজীব হোসেন, সাধন চন্দ্র নাথ এবং আল আমিন।
একইসঙ্গে মামলা না নেয়ায় চন্দনাইশ থানার ওসি ফরিদ উদ্দিন খন্দকারকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন পুলিশ সুপার (এসপি) নূরে আলম মিনা।
বৃহস্পতিবার পুলিশ সুপার তিন উপ-পরিদর্শককে তাদের দায়িত্ব থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে ক্লোজ করার আদেশ দেন।
এ বিষয়ে এসপি নূরে আলম মিনা বলেন, টেণ্ডার বাক্স ছিনতাইয়ের মতো গুরুতর একটি ঘটনা ঘটল। বিষয়টি আমি জানতামই না। বৃহস্পতিবার পত্রিকা পড়ে আমি ওসিকে শোকজ করেছি। এছাড়া তাকে অবিলম্বে মামলা রেকর্ড করার নির্দেশ দিয়েছি। ঘটনার সঙ্গে যে-ই জড়িত থাকুক তাকে গ্রেফতারের নির্দেশ দিয়েছি।
তিন এসআই পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জেলা পুলিশ লাইনে ক্লোজ থাকবেন বলে জানিয়েছেন এসপি।