শীত মৌসুম বিদায়ের সঙ্গে সঙ্গে বিদায় নিচ্ছে শীতকালীন সবজিও। বাজারে এখন আসছে গ্রীষ্মকালীন সবজি কাঁকরোল, পটল, ঢেঁড়স, বরবটিসহ এ জাতীয় সবজি। তবে নতুন সবজি হিসাবে এসবের দামও বেশি।
আজ শুক্রবার নগরের প্রধান কয়েকটি বাজারে খোঁজ নিয়ে এ সব সবজি দেখা যায়। চট্টগ্রামের বাজারে এসব সবজি কুমিল্লা, সীতাকুন্ড, দোহাজারি, চন্দনাইশ থেকে আসে বলে ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়।
শুক্রবার বাজারে গ্রীষ্মকালীন সবজির মধ্যে প্রতিকেজি কেজি কাঁকরোল বিক্রি হচ্ছে ২২০ টাকা, পটল ও ঢেঁড়স ৬০ টাকা করে, তিতকরলা ৬০ টাকা, কচুর লতি ৫০ টাকা করে পাওয়া যাচ্ছে।
বহদ্দারহাট কাঁচাবাজারের সবজি বিক্রেতা মিসবাহ উদ্দিন বলেন, গ্রীষ্মকালীন সবজি আসতে শুরু করেছে। তবে একটু বেশি। ধীরে ধীরে দাম কমে যাবে।
শুক্রবার বাজারে প্রতি কেজি রুই মাছ বিক্রি হয় আকারভেদে ২০০-৩০০ টাকা, মলা মাছ ৩০০ টাকা, চিতল মাছ ৫০০টাকা, রূপচাঁদা মাছ আকারভেদে ৭০০ থেকে ৬০০ টাকা, রিকশা মাছ ৩০০ টাকা, লাল পোয়া ২৫০ টাকা। প্রতিকেজি ব্রয়লার মুরগি ১৫০ টাকা, দেশি মুরগি ৩৯০ টাকা, পাকিস্তানি মুরগি ২৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। ফার্মের ডিম প্রতি ডজন ৯০ টাকা এবং দেশি মুরগির দাম ১২০ টাকা।
বিডি-প্রতিদিন/ ১০ মার্চ, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৬