চট্টগ্রাম মহানগরীতে আত্মগোপনে থাকা নোয়াখালীর জামায়াত নেতা হাজী মো. বেলাল হোসেনকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। গত বৃহস্পতিবার রাতে বেলালকে নগরীর মাঝিরঘাট এলাকা থেকে আটক করা হলেও জিজ্ঞাসাবাদ ও মামলা দায়েরের পর আজ শুক্রবার দুপুরে পুলিশ বিষয়টির সত্যতা নিশ্চিত করে।
নগর গোয়েন্দা পুলিশের সহকারি কমিশনার (উত্তর) কাজল কান্তি বড়ুয়া বলেন, "বেলাল নোয়াখালীর সেনবাগ পৌরসভা জামায়াতের সহ সভাপতি। নাশকতার অভিযোগে দায়ের হওয়া ৮টি মামলার পলাতক আসামি। তিনি চট্টগ্রামে এসে আত্মগোপনে থেকে ব্যবসায়ীর ছদ্মবেশে রাজনৈতিক কার্যক্রম চালাচ্ছিল। বেলালের হেফাজত থেকে ছাত্রশিবিরের সভাপতির লেখা একটি এবং তিনটি জিহাদি বই উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনী ব্যবস্থা নেয়া হচ্ছে।"
বিডি-প্রতিদিন/ ১০ মার্চ, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৯