বরিশালে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ইয়াবাসহ ২ যুবককে আটক করা হয়েছে।
আটকৃকতরা হলেন- এয়ারপোর্ট থানাধীন কড়াপুরের রায়পাশা এলাকার মৃত আনিছ হাওলাদারের ছেলে মো. সুরুজ হাওলাদার (২২) ও কাউনিয়া থানাধীন চরবাড়িয়া এলাকার মৃত তোফায়েল খানের ছেলে মো. সজল খান (২৩)।
শুক্রবার দিবাগত রাতে নগরীর কাউনিয়া থানাধীন ব্রাঞ্চ রোড এলাকা থেকে তাদের আটক করা হয়।
ডিবির এসআই এইচ এম রেদওয়ানুল ইসলাম জানান, কাউনিয়া থানাধীন ২ নং ওয়ার্ডের পেছনের স্কুল সংলগ্ন ব্রাঞ্চ রোড এলাকায় সঙ্গীয় ফোর্সসহ আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করছিলেন। এসময় সেখান থেকে ওই দুই যুবককে আটক করা হয়।
আটকের পর তল্লাশি চালিয়ে সুরুজ হাওলাদারের কাছ থেকে ২৩০ পিস ইয়াবা ও সজল খানের কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।