খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে জঙ্গিরা ততই তৎপর হওয়ার চেষ্টা চালাচ্ছে। বর্তমান সময়ে একটি গোষ্ঠী নতুন করে ষড়যন্ত্র করে শিক্ষার্থীদের ভুল পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। বাংলাদেশে জঙ্গিরা এখনও তৎপর, তাই জঙ্গিদের কঠোর হাতে দমন করার উদ্যোগ নিয়েছে সরকার।
শনিবার দুপুরে সাভারের আমিনবাজারে মীরপুর মফিদ-ই-আম স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও মেধাবীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
গভর্নিং বডির সভাপতি দীন মোহাম্মদের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু নাসের বেগ, মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ শাহরিয়ার মেনজিস, আমিনবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, মীরপুর মফিদ-ই-আম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল মালেকসহ আরও অনেকে।
বিডি প্রতিদিন/১১ মার্চ, ২০১৭/ফারজানা