রাজধানীর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা ক্যান্টনমেন্ট ও শাজাহানপুর থানা এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন আখতারুজ্জামান ওরফে বকুল, জহুরুল ইসলাম, রিতা বেগম ও জাহানারা।
আজ শনিবার বেলা সাড়ে ১১টায় ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিবির যুগ্ম কমিশনার আবদুল বাতেন এ খবর নিশ্চিত করেন। এ সময় তাদের কাছ থেকে এক কেজি হেরোইন উদ্ধার করা হয়।
ডিবির যুগ্ম কমিশনার আবদুল বাতেন জানান, "গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর ক্যান্টনমেন্ট থানা এলাকার হোটেল রেডিসনের পাশে অভিযান চালিয়ে এবং শাহাজানপুর থানা এলাকার কমলাপুর স্টেশনসংলগ্ন বাসস্ট্যান্ড থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে এক কেজি হেরোইন উদ্ধার করা হয়।"
তিনি আরও বলেন, "প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ব্যক্তিদের কাছ থেকে পাওয়া তথ্যের বরাত দিয়ে বাতেন জানান, তারা দেশের সীমান্তবর্তী রাজশাহী জেলার গোদাগাড়ী এলাকা থেকে হেরোইন কিনে ঢাকার বিভিন্ন এলাকায় সরবরাহ করত । তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।"
বিডি-প্রতিদিন/ ১১ মার্চ, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-২