চট্টগ্রামের সীতাকুণ্ডের একটি ওয়েল্ডিং কারখানায় তেলবাহী ভাউচারে (গাড়ি) ওয়েল্ডিংয়ের সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মোহাম্মদ শাহিন (২১) নামে এক কারখানার শ্রমিক নিহত হয়েছেন। সোমবার বিকেল চারটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড রাস্তার মাথা এলাকায় জাহাঙ্গীরের গ্যারেজে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মাহবুব (৪০) নামের আরেক কর্মী অগ্নিদগ্ধ হয়েছেন।
নিহত শাহিন কুমিল্লার নাঙ্গলকোটের মোহাম্মদ শাহজাদার ছেলে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভূঁইয়া জানান, গাড়িটি মেরামতের একপর্যায়ে ওয়েল্ডিং করার সময় গাড়ির ট্যাংকে বিস্ফোরণ ঘটে। এ সময় দুজন কর্মী আহত হন। তাদের চমেক হাসপাতালে আনা হলে শাহিন নামের এক কর্মীকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপরজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিডি প্রতিদিন/১৪ মার্চ ২০১৭/হিমেল