প্রজনন মৌসুমে ইলিশ মাছ ধরা বন্ধের যে সময় প্রতিবছর নির্ধারণ করা হয় তা কমানোর দাবিসহ ৭ দফা দাবিতে একটি স্মারকলিপি প্রধানমন্ত্রীর কাছে পৌঁছানোর জন্য চট্টগ্রাম জেলা প্রশাসককে দিয়েছেন তারা।
বুধবার সকালে উত্তর চট্টলা উপকূলীয় মৎস্যজীবী জলদাস সমবায় কল্যাণ ফেডারেশনে’র সভাপতি লিটন দাস ও সাধারণ সম্পাদক হরি দাসের স্বাক্ষরিত এই স্মারকলিপি জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরীর হাতে তুলে দেওয়া হয়।
এর আগে জেলেদের কয়েক’শ নারী-পুরুষ লালদীঘি মাঠে সমবেত হন। এরপর সেখান থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশ করেন।
স্মারকলিপিতে দাবিগুলোর মধ্যে রয়েছে, খুঁটি জাল বসানোর বিরুদ্ধে যে আইন তা পরিবর্তন ও সংশোধন করা, টং জাল (ইলিশ জাল), বিহুন্দিজাল নিষিদ্ধের যে আইন তা পরিবর্তন ও সংশোধন করা, ইলিশ মাছ ধরা বন্ধের সময় কমানো, উপকূলীয় জলদাস জনগোষ্ঠীর মাছ ধরা নিয়ে কোনো আইন প্রণয়ন করার আগে উপকূলীয় জলদাস সংগঠনের প্রতিনিধিদের সাথে আলোচনা করা, জলদস্যুদের হাত থেকে নিরীহ জেলেদের রক্ষায় সার্বক্ষণিক কোস্টগার্ডের ব্যবস্থা করা, সরকারিভাবে নিবন্ধন হওয়া জেলেদের জীবনবীমার ব্যবস্থা করা এবং প্রত্যেক গ্রামের নির্দিষ্ট নৌকা/বোট রাখার স্থানের ব্যবস্থা করা। এতে আরো উল্লেখ করেন, জেলেদের জন্য বিভিন্ন উদ্যোগ নেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেন।