বহু বছর ধরে বরিশাল সহ দক্ষিনাঞ্চলের আমের বাজার দখল করে আসছে উত্তরবঙ্গে উৎপাদিত আম। এই প্রথমবারের মতো দক্ষিন-পশ্চিমাঞ্চলে (যশোর-সাতক্ষীরা) উৎপাদিত বিষমুক্ত আম বরিশালে পরিচিত করার জন্য দুই দিনব্যাপী ‘দক্ষিনা আমের মেলা’ আয়োজন করেছে কৃষি উন্নয়ন ভিত্তিক সংস্থা সিডিসিএস। ইউএস-এআইডি’র সহায়তায় এবং সিডিসিএস’র উদ্যোগে আগামীকাল শনিবার এবং রবিবার নগরীর বঙ্গবন্ধু উদ্যানে আয়োজন করা হয়েছে দুই দিনব্যাপী এই আমের মেলার।
মেলার সার্বিক দিক তুলে ধরতে শুক্রবার বিকেলে নগরীর অভিজাত গ্রান্ড পার্ক হোটেলের হলরুমে সুবিধাভোগী এবং সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সিডিসিএস’র ব্যবস্থাপনা পরিচালক ফারজানা মোর্শেদের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামান।
প্রফেসর শেখ মোর্শেদ জাহানের সঞ্চলনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন আম বিশেষজ্ঞ প্রফেসর ড. আব্দুর রহিম, বরিশাল কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক তুষার কান্তি সমদ্দার, প্রেসক্লাব সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের শিক্ষক তানভীর কায়ছার এবং ইউনিসেফ’র বিভাগীয় প্রধান তৌফিক আহমেদ।
সভায় উত্তরবঙ্গে উৎপাদিত আম এবং যশোর-সাতক্ষীরা অঞ্চলে উৎপাদিত আমের তফাত এবং গুনাগুন তুলে ধরা হয়। এছাড়া বিষমুক্ত নিরাপদ আমের নানা দিক সম্পর্কে মতবিনিময় সভায় অবহিত করেন সংশ্লিস্টরা। নিরাপদ আম খাওয়ার জন্য ক্রেতাদের আরো সচেতন হওয়ার আহ্বান জানান বিশেষজ্ঞরা।
মতবিনিময় সভায় জনপ্রতিনিধি, ব্যবসায়ী নেতা, শিক্ষক, সাংবাদিক, এনজিও ব্যক্তিত্ব সহ বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধু উদ্যানে ১০ ও ১১ জুনের দক্ষিনা আমের মেলা সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সর্ব সাধারনের জন্য উন্মুক্ত থাকবে। এছাড়া মেলা উপলক্ষ্যে বিভিন্ন ফলের চারাগাছ, বিশেষজ্ঞদের সাথে কৃষি আড্ডা, চিত্রাংকন ও বিতর্ক প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে।
বিডি প্রতিদিন/৯ জুন ২০১৭/হিমেল