চট্টগ্রাম নগরীতে ভ্যান চাপায় আবু সায়েদ নামে এক ক্যাফের কর্মচারী নিহত হয়েছেন। আজ চট্টগ্রাম রপ্তানী প্রক্রিয়াজতকরণ এলাকা (সিইপিজেড) এলাকার দুই নম্বর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সায়েদ সিইপিজেড'র ক্যাফে আল আমিনের কর্মচারী ছিলেন।
জানা যায়, পিকআপ দিয়ে এমজেডএম ফ্যাক্টরী নামে একটি কারখানায় খাবার দিয়ে ফেরার পথে ভ্যান থেকে পড়ে যান সায়েদ। এতে তিনি মারাত্বকভাবে আহত হন। পরে চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার