আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে পেঁয়াজ-রসুনসহ নিত্য পণ্যের দাম নিয়ন্ত্রণে সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশকে (টিসিবি) দ্রুত কার্যকর করার দাবি জানিয়েছে ভোক্তা স্বার্থসংরক্ষণকারী সংস্থা কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রাম বিভাগ।
একই সঙ্গে জরুরিভিত্তিতে পেঁয়াজ আমদানি, সংকট নিরসনে মজুদ থাকা পেঁয়াজের সুষ্ঠু বণ্টন নিশ্চিত, পাইকারি ও খুচরা পর্যায়ে কার্যকর মনিটরিং, নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের বাজার তদারিকতে মোবাইল কোর্ট পরিচালনার দাবিও করা হয়।
ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন বলেন, ‘দেশে পেঁঁয়াজের চাহিদা বার্ষিক ২০-২২ লাখ মেট্রিক টন। আর দেশে উৎপাদিত হয় ১৭ থেকে ১৮ লাখ মেট্রিক টন। তবে কোরবানির ঈদে চাহিদা বাড়লেও সরবরাহ জঠিলতা ও মজুতদারির কারণে দাম বাড়িয়ে ভোক্তাদের পকেট কাটে কিছু অসাধু ব্যবসায়ী। আর দেশীয় কৃষকদেরকে প্রণোদনা প্রদান করা সম্ভব হলে এবং ভোক্তা হিসাবে সচেতন হলেই এই সংকট সহজেই মোকাবেলা সম্ভব হতো।’
বিডি-প্রতিদিন/১৩ আগস্ট, ২০১৭/মাহবুব