নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ) আসনের এমপি শামীম ওসমান বলেছেন, আমাদের গণতন্ত্রকে ধংস করতে উন্নয়নের অগ্রযাত্রাকে থামাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করতে নানা ধরনের ষড়যন্ত্র চলছে। আমাকেও হত্যা করা হতে পারে সে আশংকাও আছে। কিন্তু আমি আমাকে নিয়ে চিন্তিত না। আমি শামীম ওসমান মারা গেলে কিছু হবে না। কিন্তু প্রধানমন্ত্রীকে বাঁচিয়ে রাখতে হবে দেশের স্বার্থে, উন্নয়নের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে।
আজ দুপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে পৃথক দুটি অনুষ্ঠানে শামীম ওসমান এ কথা বলেন। দুপুরে নারায়ণগঞ্জ আদালতপাড়ায় তাঁতী লীগের জেলা কমিটির উদ্যোগে শোক দিবসের স্মরণ সভা ও খাবার বিতরণ অনুষ্ঠানে যোগ দেন শামীম ওসমান। এসময় উপস্থিত ছিলেন জেলা তাঁতী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার শওকত আলী, জেলা কমিটির সভাপতি হাসান ফেরদৌস জুয়েল, সাধারণ সম্পাদক জসিমউদ্দিন, যুগ্ম সম্পাদক শওকত ওসমান সরকার রিপন, সাংগঠনিক সম্পাদক শাহাদাৎ হোসেন প্রমুখ।
শামীম ওসমান বলেন, আমি আগে থেকেই বলে আসছি দেশে বড় ধরনের জঙ্গি হামলা হতে পারে। ১৫ আগস্ট মঙ্গলবার সকালে ধানমন্ডিতে বড় হামলার পরিকল্পনা ছিল। কারণ এদিন সকাল থেকে বাঙালী জাতির শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর জন্য আওয়ামী লীগসহ বিভিন্ন স্তরের স্বাধীনতাপ্রেমী লোকজন জড়ো হয়েছিল। সেই জমায়েতে হামলার পরিকল্পনা ছিল যা গোয়েন্দা সংস্থার লোকজন জানতে পেরেছে। পরে তারা সেই হামলাকে নস্যাৎ করেছে। তারপরেও ওই এলাকাতেই বোমা হামলা জঙ্গি হামলার ঘটনা ঘটেছে।
এর আগে তল্লা এলাকাতে যুবলীগ নেতা জানে আলম বিপ্লবের উদ্যোগে শোক দিবসের অনুষ্ঠানেও অনুরূপ বক্তব্য রাখেন তিনি। ওই সময়ে বলেন, ‘চারদিকে ষড়যন্ত্র চলছে। আমাদের সজাগ থাকতে হবে।’
বিডি প্রতিদিন/১৫ আগস্ট ২০১৭/হিমেল