প্রধানমন্ত্রীর উপ প্রেসসচিব আশরাফুল আলম খোকন বলেছেন, শোককে শক্তিতে পরিণত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। এজন্য সমর্থন অব্যাহত রেখে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি।
জাতীয় শোক দিবস উপলক্ষে মঙ্গলবার গাজীপুরের কাপাসিয়ার তারাগঞ্জে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। শহীদ তাজউদ্দীন ও ময়েজউদ্দীন স্মৃতি সংসদের উদ্যোগে আলোচনা সভার পাশাপাশি কোরআন তেলাওয়াত, দোয়া মাহফিল ও গণভোজেরও আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আরও বক্তব্যকে রাখেন থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি আজগর রশীদ খান এবং যুবলীগ, ছাত্রলীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। এ সময় স্থানীয় মাদারাসাগুলোতে কোরআন শরীফ বিতরণ করা হয়।
বিডি-প্রতিদিন/১৫ আগস্ট, ২০১৭/মাহবুব