কুমিল্লায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। মঙ্গলবার বিকালে দক্ষিণ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেলমন্ত্রী মুজিবুল হক, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুল মতিন খসরু। এতে সভাপতিত্ব করেন দক্ষিণ জেলার সহ-সভপাতি তাজুল ইসলাম এমপি।
মঙ্গলবার সকালে দক্ষিণ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে মহানগর আওয়ামী লীগ সভাপতি সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের নেতৃত্বে সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত, জেলা পরিষদ সদস্য আবদুল্লাহ আল মাহমুদ সহিদ ও সদও উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুলসহ মহানগরের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন।
এদিকে মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আঞ্জুম সুলতানা সীমার সভাপতিত্বে নগরীর মডার্ণ কমিউনিটি সেন্টারে আলোচনা সভা, দোয়া ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন প্রবীণ আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ আফজল খান ও ব্যবসায়ী নেতা মাসুদ পারভেজ খান ইমরান প্রমূখ।
কুমিল্লার হোমনা ও তিতাস উপজেলার বিভিন্ন স্থানে ১০ হাজার মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন আওয়ামী লীগ নেতা আলহাজ্ব এনামুল হক ইমন।
জেলা পরিষদের শোক দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান মো.আবু তাহের ও প্রধান নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার ভৌমিক।
এদিকে কুমিল্লা নগর উদ্যানে বঙ্গবন্ধুর মুর্যালে জেলা প্রশাসক মো.জাহাংগীর আলম, পুলিশ সুপার মো.শাহ আবিদ হোসেনসহ সর্বস্তরের জনতা শ্রদ্ধা জানান।
বিডি প্রতিদিন/১৫ আগস্ট ২০১৭/হিমেল