জাতীয় শোক দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে চট্টগ্রামের রাউজানে এক ব্যতিক্রমী আয়োজন করছে আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনগুলো। এ আয়োজনে এবার এক দিনে ১ হাজার ৫০০ ব্যাগ রক্ত সংগ্রহ করেছেন তারা। এর আগে প্রতি বছর ৭০০-৮০০ ব্যাগ রক্ত সংগ্রহ করা হতো একদিনে।
মঙ্গলবার ১৫ আগস্ট রাউজানের উত্তর ও দক্ষিণের বিভিন্ন স্থানে এসব রক্ত পরীক্ষা-নিরীক্ষা করে সংগ্রহ করেন সন্ধানীসহ বিভিন্ন সংস্থা। এছাড়াও ছিল খতমে কোরআন, দোয়া মাহফিল আলোচনা সভা এবং রাউজানের সাধারণ মানুষের খাওয়ার জন্য প্রায় ৩০ হাজার মানুষের ভোজের আয়োজনও। এসব পরিকল্পনাসহ বিশাল এ আয়োজন করেন স্থানীয় সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী। এবং রক্তদান কর্মসূচি উদ্বোধন করেন আন্তর্জাতিক যুদ্ধাপরাধ মামলার প্রসিকিউটর অ্যাডভোকেট রানা দাশ গুপ্ত। উপস্থিত ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এহেছানুল হায়দর চৌধুরীসহ দলীয় নেতৃবৃন্দ।
উরকিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতা আবদুল জব্বার সোহেল ও সাবেক কাউন্সিলর শামিমুল ইসলাম শামীম বলেন, ১৫ আগস্ট সুষ্ঠু ও সুন্দরভাবে রক্তদান কর্মসূচি সম্পন্ন হয়েছে। এতে ১ হাজার ৫০০ ব্যাগ রক্ত সংগ্রহ করা হয়েছে। একই সাথে ৩০ হাজার মানুষের মেজবানের আয়োজনও করা হয়। এ কর্মসূচিতে স্বেচ্ছায় রক্ত দিতে আগ্রহী আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-শিক্ষকসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মুষলধারে বৃষ্টির মাঝেও রক্তদানের পাশাপাশি রাউজানের জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে ছিল মানুষের বাঁধ ভাঙা স্রোত। উপজেলা পরিষদের সামনে আগে থেকে তৈরি রাখা বিশাল প্যান্ডেলে এক সাথে কয়েকশ' মানুষ বসে মেজবান খেয়েছেন। তত্ত্বাবধানে ছিল সন্ধানীসহ কয়েকটি রক্তসংগ্রহকারী প্রতিষ্ঠানের সেবাদানকারীরা। বৈরী আবহাওয়াতেও রক্তদানে আসা লোকজন আগে থেকে তৈরি রাখা ১৭টি বুথ গিয়ে সুশৃঙ্খলভাবে রক্তদান করেন।
রাউজানের শোক দিবসের অনুষ্ঠানে যোগ দেন উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম চৌধুরী, জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরী, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি মোহাম্মদ রফিকুল ইসলাম, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক ব্রিগেডিয়ার জালাল উদ্দিন, চট্টগ্রামের পুলিশ সুপার নুরে আলম মিনা, উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি বক্ততিয়ার সাইদ ইরান, সাধারণ সম্পাদক আবু তৈয়বসহ অনেকেই। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের সমন্বয়কের দায়িত্ব পালন করেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি কামাল উদ্দিন আহমদ, পৌরসভার প্যানেল মেয়র বশির উদ্দিন খান, কাউন্সিলর জমির উদ্দিন পারভেজ, আওয়ামীলীগ নেতা সাইফুল ইসলাম চৌধুরী রানা, সাবেক কাউন্সিলর সামিমুল ইসলাম চৌধুরী, যুবলীগ নেতা আহসান হাবিব চৌধুরী, মফজল হোসেন, সারজু মোহাম্মদ নাছের, শওকত হোসেন, ম্যালকম চক্রবর্তী, তপন দে, আসিফ।
বিডি-প্রতিদিন/১৫ আগস্ট, ২০১৭/মাহবুব