রাজধানীর বনশ্রী এলাকার একটি বাসা থেকে গলায় কাপড় পেঁচানো হাত বাঁধা অবস্থায় জান্নাতুল বুশরা সুমনা (২৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দিবাগত রাতে বনশ্রীর ব্লক-সি'র একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী রাসেলকে (২৭) আটক করা হয়েছে।
আটক রাসেল জানান, তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। বাসায় তারা স্বামী-স্ত্রী দুইজন থাকতেন। রাত নয়টার দিকে অফিস থেকে বাসায় গিয়ে দরজা নক করলে ভেতর থেকে তার স্ত্রীর সাড়াশব্দ পাওয়া যায়নি। এসময় দরজা ধাক্কাধাক্কির এক পর্যায়ে ভেতর থেকে এক যুবক বের হয়ে দৌঁড়ে পালিয়ে যায়।
বাসার ভেতরে গিয়ে খাটের উপর গলায় কালো কাপড় পেঁচানো এবং পেছনের দিকে হাতবাঁধা অবস্থায় সুমনার মরদেহ পড়ে থাকতে দেখেন তিনি। এরপর খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়।
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রলয় কুমার জানান, গলায় কালো কাপড় পেঁচানো এবং পেছন দিকে হাত বাঁধা অবস্থায় মরদেহটি উদ্ধার করে ঢামেক মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামীকে আটক করা হয়েছে। নিহতের স্বামী অজ্ঞাত এক ব্যক্তি সুমনাকে হত্যা করে পালিয়ে গেছে বলে অভিযোগ করেছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার