রাজধানীর শাজাহানপুরে পরিত্যক্ত পাইপে পড়ার পর উদ্ধার তৎপরতায় অবহেলাজনিত কারণে শিশু জিহাদের মৃত্যুর ঘটনায় তার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়ে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে।
সোমবার রিটকারী আইনজীবী ব্যারিস্টার আব্দুল হালিম রায় প্রকাশের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।
এতে আরও বলা হয়, রায়ের কপি হাতের পাওয়ার পর ৯০ দিনের মধ্যে জিহাদের পরিবারকে ২০ লাখ টাকা দিতে হবে। এর মধ্যে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ ১০ লাখ এবং রেলওয়ে কর্তৃপক্ষ দেবে ১০ লাখ।
এর আগে ২০১৬ সালের ১৮ ফেব্রুয়ারি জিহাদের মৃত্যুর ঘটনায় তার পরিবারকে ক্ষতিপূরণ দিতে হাইকোর্ট রায় দেন। একই সঙ্গে রুলও জারি করেন।
প্রসঙ্গত, ২০১৪ সালের ২৬ ডিসেম্বর শাহজাহানপুর রেল কলোনিতে পরিত্যক্ত একটি গভীর নলকূপের পাইপে পড়ে যায় চার বছরের জিহাদ। তবে দীর্ঘ ২৩ ঘণ্টা রুদ্ধশ্বাস অভিযানে তার সন্ধান না পেলে উদ্ধার অভিযান স্থগিতের ঘোষণা দেয় ফায়ার সার্ভিস। এর কয়েক মিনিট পর কয়েকজন তরুণের চেষ্টায় তাদের তৈরি করা যন্ত্রের মাধ্যমে অচেতন অবস্থায় জিহাদকে উদ্ধার করা হয়। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/০৯ অক্টোবর, ২০১৭/মাহবুব