চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাটে মো. আবদুর রব (৪৫) নামে এক কেয়ারটেকার বিষপান করে আত্মহত্যা করেছে। সোমবার দিবাগত রাত পৌনে একটার দিকে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আবদুর রবের গ্রামের বাড়ি ভোলা। তবে তিনি পরিবার নিয়ে নগরীর আকবর শাহ থানাধীন ফয়’স লেকের আব্বাস কলোনিতে ভাড়া থাকতেন। তিনি ফৌজদারহাট এলাকায় বিভিন্ন মালিকের জায়গা দেখভাল করতেন।
পরিবার সূত্রে জানা যায়, সোমবার রাত ৯-১০টার দিকে পরিবারের সাথে আব্দুর রবের টেলিফোনে কথা হয়। এরপর মোবাইল বন্ধ করে দেন। মধ্যরাতে স্ট্রোক করার খবর পেয়ে পরিবারের সদস্যরা হাসপাতালে গিয়ে তাকে মৃত দেখেন।
বিষয়টি নিশ্চিত করেছেন চমেক পুলিশ ফাঁড়ির জেলা পুলিশের মেডিকেল টিম-১ এর এএসআই আলাউদ্দিন তালুকদার।
বিডি প্রতিদিন/১০ অক্টোবর ২০১৭/হিমেল