হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় দুই কোটি ৩২ লাখ টাকা সমমূল্যের চার কেজি ওজনের ৪০টি স্বর্ণবার উদ্ধার করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ টিম।
বুধবার সকালে মাসকট থেকে আসা ইউ এস বাংলা এয়ারলাইন্সের একটি বিমান থেকে স্বর্ণবারগুলি উদ্ধার করা হয়।
ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার সাইদুল ইসলাম জানান, সকালে মাসকট থেকে আসা এয়ারলাইন্সটির দুটি সিটের ভেতর থেকে স্কচটেপ মোড়ানো দুটি বান্ডিল উদ্ধার করা হয়। পরে সেগুলি খুলে প্রায় চার কেজি ওজনের ৪০ স্বর্ণবার পাওয়া যায়।
তিনি আরও জানান, পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়া এসব স্বর্ণবারের আনুমানিক বাজার মূল্য দুই কোটি ৩২ লাখ টাকা। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিডিপ্রতিদিন/ ১১ অক্টোবর, ২০১৭/ ই জাহান