চট্টগ্রামে নির্মাণাধীন একটি ভবনের ছাদ থেকে পড়ে সাইফুল ইসলাম (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সাইফুল গাইবান্ধা জেলার বাকুয়ার খুঁটি এলাকার আবদুচ সালামের ছেলে।
চট্টগ্রাম জেলা পুলিশ মেডিকেল টিম-১ এর এএসআই মো. আলাউদ্দিন তালুকদার জানান, মঙ্গলবার রাতে নগরীর পাঁচলাইশ থানার হিলভিউ আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। তিনি বলেন, প্রত্যক্ষদর্শীরা সাইফুলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার