বুধবার রাতে আশুলিয়ার কলেশ্বরী এলাকা থেকে শিলা আক্তার নামের এক স্কুলছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
এসময় তার ঘর থেকে একটি চিরকুট উদ্ধার করে পুলিশ। রাতে আশুলিয়ার শিমুলিয়া ইউপি’র পশ্চিম কলেশ্বরী এলাকায় ওই স্কুল ছাত্রীর বাড়ি থেকে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়।
নিহত শিলা ঢাকার আশুলিয়ার শিমুলিয়া ইউপি’র পশ্চিম কলেশ্বরী এলাকার মোঃ আওলাদ হোসেন এর মেয়ে এবং সে শিমুলিয়া শ্যামা প্রসাদ (এসপি) হাই স্কুলের ১০ম শ্রেণির ছাত্রী ছিল।
এলাকাবাসী জানায়, স্কুল থেকে বাড়ি ফিরে ঘরের দরজা বন্ধ করে দেয় শিলা। র্দীর্ঘ সময় তার কোন সাড়া শব্দ না পেয়ে তার বাবা আওলাদ হোসেন ঘরের দরজায় ধাক্কা দেয়। এসময় ভেতর থেকে কোন সারা না পেয়ে ঘরের জানালা দিয়ে উকি মেরে দেখে তার মৃতদেহ ঝুলছে। পরে ঘরের ভেতর ঢুকে টেবিলে একটি চিরকুট দেখতে পায় বাবা। যে চিরকুটে লেখা ছিল ‘আমি যে কাজ করিনি সে কাজের জন্য আমার মা-বাবাকে যেন কোন অপমান হতে না হয়, সে জন্য আমি মৃত্যুকে বেছে নিলাম। আমার মৃত্যুর জন্য জাফর আলী ও খোকন মিয়া দায়ী’ আমাকে সব সময় তারা বিরক্ত করতো তাই সব সময় আমি বিচার চাইতাম কিন্তু বিচার না পাওয়ার আমি চির দিনের জন্য চলে গেলাম।
আশুলিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আওয়াল বাংলাদেশ প্রতিদিনকে বলেন ঘটনাস্থলে পৌছে তার মৃতদেহ উদ্ধার করা হয়। তবে মেয়ে পক্ষের থেকে এখনো অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে এবং চিরকুট কথা শুনেছি হাতের লেখা পরীক্ষা নিরীক্ষা চলছে। এবং তিনি আরো বলেন লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠায় ।
এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক ওই এলাকার এক ব্যক্তি জানান, চিরকুটে লেখা জাফর নিহত শিলার বড় ভাইয়ের বন্ধু।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন