নারায়ণগঞ্জের কাশিপুরের হোসাইনী নগর এলাকায় মিল্টন ও শাহজাদা নামে দুজনকে কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে। নিহত মিল্টন ওই এলাকার মৃত শাহেব আলীর ছেলে। অপরজনের পূর্ণ ঠিকানা জানা যায়নি।
নারায়ণগঞ্জ সদর মডেল ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন শাহ পারভেজ ঘটনাস্থলে রয়েছেন জানিয়ে বলেন, দুজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন