চট্টগ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মো. রাসেল মোল্লা নামে এক যুবক খুন হয়েছেন। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে মো. সোহাগ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার রাতে হালিশহর বাস স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাসেল লক্ষীপুর সদরের মুজিব মোল্লার ছেলে।
হালিশহর থানার ওসি নাছির উদ্দিন বলেন, এলাকায় নিহত রাসেল ও সোহাগের পৃথক গ্রুপ রয়েছে। তাদের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। শনিবার রাতে পূর্ব বিরোধের জের ধরে সোহাগের সাথে তর্কাতকি হয়। এক পর্যায়ে সোহাগ ছুরিকাঘাত করলে মারাত্বক ভাবে আহত হন রাসেল। পরে মুমুর্ষ অবস্থায় চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন