আগামীকাল দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া
সোমবার রাত সাড়ে ৮টায় বিএনপি চেয়ারপার্সনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানান দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বিএনপি সূত্র জানায়, বৈঠকে কুমিল্লার আদালতে হাজিরা, ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে বৈঠকের পর্যালোচনা, ইসিকে দেওয়া প্রস্তাবনার পর্যালোচনা, সহায়ক সরকারের রূপরেখাসহ আগামী নির্বাচনকে কেন্দ্র করে দলের পরবর্তী কর্মসূচি ও সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা হতে পারে।
বিডি-প্রতিদিন/২২ অক্টোবর, ২০১৭/মাহবুব