চট্টগ্রামে জরিনা আক্তার (২২) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার ভোরে নগরীর আকবর শাহ থানার উত্তর কাট্টলী এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত জরিনা কুমিল্লার নাঙ্গলকোট এলাকার বাসিন্দা দোলোয়ার হোসেনের স্ত্রী। তারা নগরীর আকবর শাহ থানার উত্তর কাট্টলী চৌধুরী বাড়িতে ভাড়া থাকতেন।
আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, নিহত ওই নারী মানসিক প্রতিবন্দী বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছি। দুর্ঘটনার শিকার হয়ে ওই গৃহবধূর মৃত্যু হয়েছে বলে দাবি করেছে তার স্বামী। তবে এ মুহূর্তে এ নারী খুন নাকি দুর্ঘটনায় নিহত হয়েছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। লাশের ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত বলা সম্ভব হবে।
বিডি প্রতিদিন/২২ অক্টোবর ২০১৭/আরাফাত