বাংলাদেশ ব্যাংকের ৩০তলা ভবনের ১৮তম তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যা ৫টা ৫৫ মিনিটে এ ঘটনা ঘটে। তবে অল্প সময়ের মধ্যে তা নিয়ন্ত্রণে আসায় কোনো ক্ষয়-ক্ষতি হয়নি।
এর আগে চলতি বছরের ২৩ মার্চেও বাংলাদেশ ব্যাংক ভবনে আগুন লেগেছিল।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা মাহফুজ জানান, সন্ধ্যা ৫টা ৫৫ মিনিটে ব্যাংকের ১৮ তলার বারান্দার ময়লা থেকে আগুনের সূত্রপাত হয়। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের ইউনিটটি ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিভিয়ে ফেলা হয়।
বিডি প্রতিদিন/২৩ অক্টোবর ২০১৭/আরাফাত