চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকায় বাসে তল্লাশি চালিয়ে দুই হাজার পিস ইয়াবাসহ জামিল উদ্দিন (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটক জামিল কক্সবাজার সদরের টেকপাড়া এলাকার হাশেম উদ্দিনের ছেলে।
সোমবার সকালে নগরীর নতুন ব্রীজ থেকে তাকে আটক করা হয়।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুদ্দিন জানান, কক্সবাজার থেকে শহরমুখী একটি বাসে তল্লাশি চালানো হয়। এসময় এক যুবকের কাছে দুই হাজার পিস ইয়াবা পাওয়া যায়। পরে উদ্ধার করা ইয়াবাসহ ওই যুবককে থানায় নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/২৩ অক্টোবর ২০১৭/আরাফাত